পিনকোড দিলেই স্ক্রিনে নিজের এলাকার খবর, অযোধ্যায় PINEWZ- অ্যাপের ঘোষণা ড. সুভাষ চন্দ্রের
২৪ ঘন্টা | ২২ জানুয়ারি ২০২৪
ড. চন্দ্র বলেন, পিননিউজ আজ চালু হচ্ছে এবং এটি ডিজিটাল ক্ষেত্রে একটি বড় বিপ্লব হতে চলেছে। অযোধ্যা থেকে অ্যাপটি চালু করার সময়, ডক্টর সুভাষ চন্দ্রও আজকের ঐতিহাসিক দিনে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এই অ্যাপের মাধ্যমে দেশের লাখ-কোটি মানুষ সাংবাদিক হতে পারবে। এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার শহর ও এলাকার খবর এবং ছবি আপলোড করে সারা বিশ্বে পাঠাতে পারবেন। সেই শহর ও সেই গ্রামের খবর সারা বিশ্বে পৌঁছে যাবে।এর আগে, ডঃ চন্দ্র তাঁর অনুপ্রেরণামূলক আলোচনার জন্য বিখ্যাত হয়েছেন। যা লক্ষ লক্ষ যুবককে অনুপ্রাণিত করেছে, অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে তিনি আনন্দ প্রকাশ করেন। ‘শ্রী রাম সংবাদ’-এ জি নিউজের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি ৪৫ বছর আগে অযোধ্যা সফরের কথা উল্লেখ করেন।