• 'ভোট ব্যাংকের রাজনীতির জন্য রাম নামে ধর্ম দেখছেন', সংহতি যাত্রায় মমতাকে কটাক্ষ লকেটের
    ২৪ ঘন্টা | ২২ জানুয়ারি ২০২৪
  • নির্মল পাত্র: রামের নাম সবাইকেই করতে হবে। রাজনীতির তুষ্টিকরণ করে বাংলার দশ কোটি মানুষকে আলাদা করার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী। তৃণমূলের সংহতি যাত্রা প্রসঙ্গে এদিন সিঙ্গুর স্টেশন সংলগ্ন রাম মন্দিরে পূজো দিয়ে মন্তব্য করলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সিঙ্গুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় শিব মন্দিরে উপস্থিত হয়ে রামপুজো করেন বিজেপি সাংসদ। মন্ত্র উচ্চারণ করে ফুল,বেলপাতা দিয়ে অঞ্জলি দিলেন সাংসদ।

    পাশাপাশি শিবের মাথায় দুধ ও জল ঢালেন লকেট চট্টোপাধ্যায়। এদিন বিজেপি সাংসদ বলেন,  ৫০০ বছর লড়াইয়ের পর রাম তার নতুন গৃহে আজ প্রবেশ করবেন। রাম সর্বদাই সর্বত্র বিরাজমান ছিলেন। আজ নতুন গৃহে প্রবেশ করছেন এটা আমাদের কাছে খুবই গর্বের। রাজা রামের যে বিচার ধারা ছিল, তিনি যেভাবে রাজ্য পরিচালনা করেছিলেন, সেই চিন্তা ভাবনা আমাদের মত যারা রাজনীতিবিদ আছেন তাদের অনুসরণ করা উচিত।গৌতম দেবের রাম ভজন নিয়ে লকেট বলেন, যে কোন দলের লোক হোক না কেন সবার ভেতরেই রাম নাম আছে এবং সমস্ত মানুষের বাড়িতে আজ রাম ভজনা হচ্ছে। শবযাত্রাতেও রাম নাম করতে হবে। যে যতই তুষ্টিকরণের রাজনীতি করুক না কেন। যতই সে সংহতির মিছিল করুক, সারা জায়গায় রামের বিরুদ্ধে মিছিল করুক, তাকে ও শেষ যাত্রায় চারজনের কাঁধে চেপে রাম নাম নিয়ে মেতে হবে। এটাই আমাদের গন্ত্যবস্থল।তিনি আরও বলেন, 'আমরা রামকে ছাড়া কিছু করতে পারি না। যেভাবে রামের নামের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সংহতি মিছিল হচ্ছে, মানুষকে যেভাবে রামের বিরুদ্ধে মিছিল করার জন্য হুমকি দেয়া হচ্ছে এদের কখনো ভালো হতে পারে না। আজকে রাম একটাই, রামের পরে সব। রামকে ধর্মের সঙ্গে তুলনা করলে, ধর্ম কর্ত্যেবের সঙ্গে তুলনা করা হয়। আগে রাম তারপর সব ধর্ম।'মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে এদিন লকেট বলেন, 'উনি শুধুমাত্র ভোট ব্যাংকের পলিটিক্সের জন্য রামের মধ্যে ধর্ম ঢোকাচ্ছে আর পশ্চিমবঙ্গটাকে দেশ থেকে আলাদা করতে চাইছেন। ১৪০ কোটি মানুষ আজ রাম নাম করছেন, আর আজকে মুখ্যমন্ত্রী রামের বিরুদ্ধে গিয়ে মিছিল করছেন। উনার কোনওদিন ভালো হতে পারে না।' 
  • Link to this news (২৪ ঘন্টা)