• Ram Raj! নরেন্দ্র মোদী, মহাত্মা গান্ধীর মত কৌটিল্যও কি প্রভাবিত হয়েছিলেন রাম রাজত্বের ভাবনায়?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৩ জানুয়ারি ২০২৪
  • Purushottam Ramchandra-Ram Raj

    : পুরুষোত্তম শ্রীরামচন্দ্র গোটা ভারতের অনুপ্রেরণা। শুধু ভারত নয়। ভারতের বাইরেও বিশ্বের বিভিন্ন দেশে শ্রীরামচন্দ্রের ভজনা হয়ে থাকে। যা শ্রীরামচন্দ্রকে বিশ্বজনীন করে তুলেছে। সোমবারই অযোধ্যায় রাম মন্দিরের অভিষেক হয়েছে। ‘রাম লালা’র বিগ্রহ তাঁর জন্মস্থানে ফিরেছে। যা নিয়ে গোটা দেশে এক উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে। প্রশাসনের তরফে বিশেষ আয়োজনও করা হয়েছিল অযোধ্যায়। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে শোনা গিয়েছে রাম রাজ্যের কথা।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)