Ram Rajya: শুধু মোদীই নন, গান্ধীজিও বলেছিলেন রাম রাজ্যের কথা, রামকে শ্রদ্ধা করতেন মহাত্মাও
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৩ জানুয়ারি ২০২৪
Modi and Gandhi:
অযোধ্যায় রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানে সোমবার (২২ জানুয়ারি) অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার প্রেক্ষিতে উঠে এসেছে ‘রাম রাজ্য’ শব্দটি। এই ‘রাম রাজ্য’ হল একটি আদর্শ রাষ্ট্র। যা রাম ফিরে আসার পরে এবং তাঁর শাসন প্রতিষ্ঠার পরে অযোধ্যায় লাগু হয়েছিল বলেই মনে করা হয়। উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় চলতি মাসের শুরুতে বলেছিলেন যে ‘রাম রাজ্য’-র চেতনা সংবিধানে নিহিত রয়েছে। আর, সংবিধান প্রণেতারা চিন্তাভাবনা করেই ভগবান রাম, লক্ষ্মণ এবং দেবী সীতার ছবি মৌলিক অধিকার সম্পর্কিত অধ্যায়ের শীর্ষে রেখেছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গত বছর বলেছিলেন, ‘ইউপি রাম রাজ্যের দেশ। সেই চেতনা নিয়েই এগিয়ে চলেছে। শুধুমাত্র অর্থনৈতিক সমৃদ্ধি, একটি উন্নয়নমুখী সমাজ এবং রাজনৈতিক সততাই প্রতিটি নাগরিকের জীবনে সুখ আনতে পারে।’