• আট ম্যাচ অপরাজিত, সেমিতে ধারাবাহিকতা ধরে রাখতে চান কুয়াদ্রাত ...
    আজকাল | ২৩ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কার্লেস কুয়াদ্রাত আসার পর আবার ট্রফির স্বপ্ন দেখতে শুরু করেছে লাল হলুদ সমর্থকরা। তাঁর হাত ধরে ডুরান্ড কাপের ফাইনালে উঠেছিল ইস্টবেঙ্গল। মোহনবাগানের কাছে হেরে রানার্স তকমা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। এবার একই মরশুমে আরও একবার ট্রফি জয়ের দোরগোড়ায় লাল হলুদ। টপকাতে হবে আরও দুটো বাধা। বুধবার জামশেদপুরের বিরুদ্ধে সেমিফাইনাল। আপাতত এই গণ্ডি পার করার লক্ষ্যে নতুন লড়াইয়ে নেমে পড়েছেন ক্লেইটন, বোরহারা। ড্রেসিংরুমের পরিবেশ ভাল। ডার্বি জিতে আত্মবিশ্বাসে ফুটছে ফুটবলাররা। এবার পরের গণ্ডি পার করে ফাইনালে যেতে মরিয়া স্প্যানিশ কোচ। কুয়াদ্রাত বলেন, "ক্লাবের জন্য ট্রফি গুরুত্বপূর্ণ। ডুরান্ডের ফাইনালে ওঠার দরকার ছিল। এবার সুপার কাপের সেমিফাইনালে জিততে হবে। সেটার থেকে আমরা এখনও একধাপ দূরে। দল ভাল খেলছে। প্লেয়াররা ফোকাসড। ওরা ফাইনালে উঠতে মরিয়া।" টানা আট ম্যাচে অপরাজিত ইস্টবেঙ্গল। শেষ কবে এটা হয়েছে জানা নেই। কুয়াদ্রাত আসার পর ধীরে ধীরে ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে। ধারাবাহিক হতে শিখছে লাল হলুদ। সুপার কাপের বাকি দুটো ম্যাচে এটাই ধরে রাখতে চান লাল হলুদের কোচ। কুয়াদ্রাত বলেন, "ধারাবাহিকতা বজায় রাখা খুব দরকার। এটাই গত মরশুমে ইস্টবেঙ্গলে মিসিং ছিল। কখনও মুম্বই সিটি এবং বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ভাল রেজাল্ট হয়েছে। তবে একাধিক ম্যাচে প্রচুর গোল হজম করেছে। রক্ষণেও ত্রুটি ছিল। খুব বেশি গোল খেলে চলবে না। তাহলে পয়েন্ট পাওয়া কঠিন হয়ে যায়। মরশুমের শুরুতে এটার সঙ্গে মানিয়ে নিতে আমরাও হিমশিম খাচ্ছিলাম। আমরাও গোল খাচ্ছিলাম। বেঙ্গালুরু, গোয়া, কেরলের বিরুদ্ধে আমরা গোল হজম করেছি। কঠিন সময় ছিল। তারপর আমি ফুটবলারদের বোঝাই, আমাদের প্রথম লক্ষ্য গোল না খাওয়া। তারপর অনেক ম্যাচে ক্লিনশিট হয়েছে। দল ধারাবাহিকতা দেখাচ্ছে। লাইন আপ পরিবর্তন করার পরও ছন্দ ধরে রাখা সম্ভব হচ্ছে। চোটের জন্য রক্ষণে অনেকেই নেই। কিন্তু প্লেয়াররা এবার আমাদের ট্যাকটিক্স বুঝতে পারছে।" ডার্বিতে লাল হলুদ জার্সিতে অনেকের হাতেখড়ি হয়েছে। ভবিষ্যতেও ফুটবলার তৈরির কাজ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিলেন কুয়াদ্রাত।‌ এই প্রসঙ্গে তিনি বলেন, "ভবিষ্যতের জন্য ফুটবলার বাছতে হবে। অনেকেই প্রথমবার ডার্বিতে নেমেছে। ওদের জন্য এটা খুবই ভাল। ভবিষ্যতে চাপ ম্যানেজ করতে ওদের সাহায্য করবে।" সাপোর্টারদের কাছে কৃতজ্ঞ ইস্টবেঙ্গল কোচ। জানান, ওরাই ফুটবলারদের বাড়তি মোটিভেশন। ভুবনেশ্বরে কলিঙ্গ ডার্বিতে এক গোলে পিছিয়ে থাকার পর ইস্টবেঙ্গল জোড়া গোলে এগিয়ে যাওয়ায় উচ্ছ্বাসে ফেটে পড়ে লাল হলুদ গ্যালারি। সমর্থকদের জন্যই ফাইনাল জিততে চায় টিম কুয়াদ্রাত। 
  • Link to this news (আজকাল)