• সুরজের চার উইকেট, ছত্তিশগড়ের সঙ্গে ড্রয়ে এক পয়েন্ট পেল বাংলা...
    আজকাল | ২৩ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ঘরের মাঠে পুরো পয়েন্ট এল না। ভিলেন "আলো।" সোমবার ইডেনে গ্রুপ বি-র ম্যাচে ছত্তিশগড়ের সঙ্গে ড্র করে এক পয়েন্ট পেল বাংলা। ৪ উইকেট তুলে নিয়ে শেষ দিন নজর কাড়েন সুরজ সিন্ধু জয়েসওয়াল। প্রথম ইনিংসে ৮ উইকেটে ৩৮১ রানে ইনিংস ঘোষণা করেন মনোজ তিওয়ারি। চতুর্থ দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ছত্তিশগড়ের রান ২১৪। প্রথম ইনিংস শেষ না হওয়ায়, ম্যাচ ড্র ঘোষিত হয়। দু"দলই এক পয়েন্ট করে পায়। সুরজ ছাড়া করণ লাল এবং শ্রেয়নস ঘোষ একটি করে উইকেট পায়। টানা তিনটে ড্রয়ে বাংলার পয়েন্ট পাঁচ। তৃতীয় দিন আলো কম থাকায় ম্যাচ মধ্যাহ্নভোজের পর শুরু হয়। মাত্র ৫৫ ওভার খেলা হয়। এটাই পার্থক্য গড়ে দিয়েছে বলে মনে করছেন বাংলার কোচ এবং অধিনায়ক। মনোজ বলেন, "কম আলো আমাদের তিনটে গুরুত্বপূর্ণ পয়েন্ট কেড়ে নিল। পরের ম্যাচগুলোতে ভাল খেলে পুরো পয়েন্ট তুলে নেওয়ায় বিষয়ে আশাবাদী। ফাইনাল দিনে বোলাররা নিজেদের নিংড়ে দিয়েছে। কিন্তু সময় নষ্ট শেষমেষ পার্থক্য গড়ে দিল।" কোচ লক্ষ্মীরতন শুক্লাও বাংলার অধিনায়কের একমত। তিনি বলেন, "কম আলো আমাদের জন্য পরিস্থিতি কঠিন করে দেয়। সুরজ দারুণ বল করেছে। কাইফ এবং ঈশানও আপ্রাণ চেষ্টা করেছে। পরের ম্যাচগুলোতে পুরো পয়েন্ট তুলে নেওয়ার চেষ্টা করব। দল হিসেবে আমরা আত্মবিশ্বাসী।" তৃতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে ছত্তিশগড়ের রান ছিল ২৭। সতর্কতার সঙ্গে শুরু করে প্রতিপক্ষ। ৭৫ রানে তৃতীয় উইকেট হারায়। আউট হন জিবেশ বুট্টে। চতুর্থ উইকেটে ১০৪ রান যোগ করে আশুতোষ সিং (৮৮) এবং সঞ্জিত দেশাই (৩৭) দলকে দুশোর কাছাকাছি নিয়ে যায়। ম্যাচের গতির বিরুদ্ধে গিয়ে দ্রুত জোড়া উইকেট তুলে নেয় বাংলা। শতরান হয়নি আশুতোষের। ২৪০ বলের লড়াকু ইনিংস খেলে আউট হন। দ্রুত তিন উইকেট তুলে নেওয়া সত্ত্বেও ম্যাচের নিষ্পত্তি হয়নি। খারাপ আলোর জন্য বন্ধ হয়ে যায় খেলা। শেষপর্যন্ত পয়েন্ট ভাগাভাগি হয়। শুক্রবার গুয়াহাটিতে অসমের বিরুদ্ধে পরের ম্যাচ বাংলার। 
  • Link to this news (আজকাল)