• কনসার্টে মদ্যপান করে হাসপাতালে ম্যাক্সওয়েল, তদন্তে ক্রিকেট অস্ট্রেলিয়া...
    আজকাল | ২৩ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাতভর পার্টি। অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ গ্লেন ম্যাক্সওয়েল। তাঁকে হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার অ্যাডিলেডে এই ঘটনা ঘটে। কিন্তু ঘটনা প্রকাশ্যে আসে সোমবার। ব্রেট লির ব্যান্ড "সিক্সে অ্যান্ড আউট" এর কনসার্টে গিয়েছিলেন ম্যাক্সওয়েল। সেখানেই অতিরিক্ত মদ্যপান করেন অজি অলরাউন্ডার। ঠিক কী ঘটেছিল এখনও বিস্তারিতভাবে জানা যায়নি। তবে জানা গিয়েছে যে অ্যাম্বুলেন্সে তাঁকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবশ্য কিছুক্ষণ চিকিৎসার পর বাড়ি ফেরেন তিনি। বিবিএলে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলার পর গলফের একটি অনুষ্ঠানে যোগ দিতে অ্যাডিলেডে যান ম্যাক্সওয়েল। ঘটনার পর সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে ম্যাক্সওয়েলকে বাদ দেওয়া হয়। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়ার দাবি, অ্যাডিলেডের ঘটনার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে জানানো হয়, "সপ্তাহান্তে অ্যাডিলেডে ম্যাক্সওয়েলকে নিয়ে ঘটা ঘটনার বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া অবগত। এই বিষয়ে তদন্ত চলছে। আরও তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। তবে তার সঙ্গে ম্যাক্সওয়েলের একদিনের সিরিজ থেকে বাদ পড়ার কোনও সম্পর্ক নেই। বিবিএলের পারফরম্যান্সের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে, টি-২০ সিরিজে দলে ফিরবেন ম্যাক্সওয়েল।" গতবছর বিশ্বকাপ চলাকালীন আহমেদাবাদে গলফ কার্ট থেকে পড়ে গিয়ে কনকাশন হয় ম্যাক্সওয়েলের। ২০২২ সালের শেষদিকে বন্ধুর ৫০তম জন্মদিনের পার্টিতে পা ভাঙেন তিনি। যার ফলে তিন মাসেরও বেশি সময় দলের বাইরে থাকতে হয়। অর্থাৎ, একটার পর একটা ঘটনা ঘটিয়ে চলেছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার। কিছুদিন আগেই বিবিএলের ফাইনালে না উঠতে পারায় মেলবোর্ন স্টার্সের দায়িত্ব ছাড়েন ম্যাক্সওয়েল। 
  • Link to this news (আজকাল)