• ‌ আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা, মৃত অন্তত আট
    আজকাল | ২৩ জানুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা। জানা গেছে শিকাগোর অন্তত দুটি জায়গায় চলেছে গুলি। ঘটনাটি ঘটেছে রবিবার। হামলায় অন্তত আট জন মারা গেছেন। অভিযুক্ত বন্দুকবাজ এখনও অধরা। তবে তাকে চিহ্নিত করেছে পুলিশ। তার নাম রোমিও ন্যান্সে। সিসিটিভি ফুটেজের মাধ্যমে বন্দুকবাজকে শনাক্ত করা হয়েছে।মার্কিন পুলিশ সূত্রে খবর, শিকাগো শহরের জোলিয়েট, উইন কাউন্টির ৩টি বাড়িতে বন্দুকবাজের হামলায় মোট ৮ জনের মৃত্যু হয়েছে। একেবারে বাড়িতে ঢুকে গুলি চালানো হয়। অভিযুক্ত রোমিও একটি লাল রঙের টয়োটা গাড়িতে করে গিয়ে বাড়িতে ঢুকে হামলা চালিয়েছে। কিন্তু কেন এই হামলা তা স্পষ্ট নয়।জোলিয়েট পুলিশের প্রধান উইলিয়াম ইভান্স জানান, জোলিয়েটের একটি বাড়ির ভিতর থেকে প্রথমে এক জনের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। তারপর উইন কাউন্টির ২টি বাড়ি থেকে আরও সাত জনের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে। অভিযুক্ত ২৩ বছরের রোমিও ন্যান্সেকে ‘সশস্ত্র এবং বিপজ্জনক’ আখ্যা দিয়েছে পুলিশ। বন্দুকবাজকে বাগে আনতে আনতে বড়সড় অভিযান চলছে। স্থানীয় পুলিশের সঙ্গে হাত মিলিয়েছে এফবিআই। 
  • Link to this news (আজকাল)