• বিশ্বে প্রথম, ম্যালেরিয়ার টিকা দেওয়া শুরু করল ক্যামেরুন
    আজকাল | ২৩ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বিশ্বে প্রথম। ম্যালেরিয়ার টিকা দেওয়া শুরু করল ক্যামেরুন। প্রসঙ্গত, বিশ্বে ম্যালেরিয়া রোগে যত মানুষের মৃত্যু ঘটে তার ৯৫ শতাংশ ঘটে আফ্রিকায়। টিকাটি ১৯৮৭ সালে তৈরি করে ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিএসকে। ঘানা, কেনিয়া ও মালাবিতে ২০১৯ সাল থেকে পরিচালিত একটি পাইলট কর্মসূচির ফলাফলের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২১ সালে টিকাটি অনুমোদন করে। জানা গেছে, ঘানা ও কেনিয়ায় সফল পরীক্ষার পরে, ক্যামেরুন হল প্রথম দেশ যারা ম্যালেরিয়ার নিয়মিত টিকা কর্মসূচি শুরু করেছে। চলতি বছরে আফ্রিকার আরও ১৯টি দেশে এই কর্মসূচি চালু করা হবে। এই দেশগুলোর প্রায় ৬৬ লাখ শিশুকে ২০২৪–২৫ সালের মধ্যে ম্যালেরিয়ার টিকা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। জানা গেছে, ক্যামেরুন ম্যালেরিয়ার দুটি টিকার মধ্যে প্রথমটি ব্যবহার করবে, যা ‘মসকিউরিক্স’ নামে পরিচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দুই বছর আগে এই টিকা অনুমোদন করেছিল। 
  • Link to this news (আজকাল)