• ‌সর্বসাধারণের জন্য খুলে গেল রামমন্দিরের দরজা
    আজকাল | ২৩ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ২২ জানুয়ারি হয়েছে উদ্বোধন। আর আজ ২৩ জানুয়ারি সকাল সাতটা থেকে সর্বসাধারণের জন্য খুলে গেল রামমন্দিরের দরজা। তবে দরজা খোলার অনেক আগেই রামলালাকে চাক্ষুস করতে মন্দির চত্বরে ভক্তদের লম্বা লাইন পড়ে যায়। সংবাদ সংস্থা এএনআই একটি ভিডিও শেয়ার করেছে। তাতে দেখা গেছে, ভোর ৩টের সময় বিপুল সংখ্যক ভক্ত মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছেন। ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে নিরাপত্তা আধিকারিকদের। কে আগে মন্দিরে ঢুকবেন, তা–ই নিয়ে ভক্তদের একাংশের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়। হাতে পুজোর সামগ্রী নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অনেককে। অনেকে হাতে পতাকা নিয়ে ‘‌জয় শ্রীরাম’‌ ধ্বনি দিতে দিতে মন্দির চত্বরে প্রবেশ করেন।সকাল ৭টা থেকে খুলে গিয়েছে মন্দিরের দরজা। বেলা সাড়ে ১১টা পর্যন্ত খোলা থাকবে মন্দির। পরে আবার দুপুর ২টো থেকে সন্ধে ৭টা পর্যন্ত রামলালা দর্শন চলবে। সকাল সাড়ে ৬টায় ‘জাগরণ’ অর্থাৎ আরতি এবং সন্ধে সাড়ে ৭টায় সন্ধ্যারতি হবে। তা অনলাইনেও দেখতে পাবেন ভক্তরা। মন্দির সূত্রে খবর, প্রথম দিনেই ৫ লক্ষ পুণ্যার্থী রামলালার দর্শনে এসেছেন। 
  • Link to this news (আজকাল)