কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সোমবার অসমের বটদ্রভা থান পরিদর্শনে বাধা দেওয়া হয়েছে। অসমে তিনি ‘ভারত জোড় ন্যায় যাত্রা’য় অংশ নিয়েছেন। নগাঁওয়ের হাইবারগাঁওয়ে তাঁর যাত্রা দুই ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ ছিল। সকাল সাড়ে ৯টার দিকে, শুধুমাত্র কংগ্রেস নেতা গৌরব গগৈ ও বটদ্রভার বিধায়ক শিবমণি বোরাকে ব্যারিকেড পেরিয়ে থান পরিদর্শনের অনুমতি দেওয়া হয়েছে। রবিবার, থান ম্যানেজমেন্ট কমিটির সভাপতি বোরাকে চিঠি দিয়ে বলেছিলেন যে রাহুলকে সোমবার বিকেল ৩টার আগে প্রাঙ্গণের ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। কারণ, অযোধ্যায় রাম মন্দিরে প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে হাজার হাজার মানুষ সকালে বটদ্রভা থানে জড় হবেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও বলেছিলেন যে, অযোধ্যায় অনুষ্ঠান শেষ হওয়ার পরে রাহুলের থান পরিদর্শন করা উচিত।