Mizoram: ভারতের মাটিতে দুর্ঘটনার কবলে প্রতিবেশী দেশের যুদ্ধবিমান! গুরুতর জখম ৬
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৩ জানুয়ারি ২০২৪
Myanmar military plane skids off runway:
মিজোরামের লেংপুই বিমানবন্দরে অবতরণের সময় পিছলে গিয়ে দুর্ঘটনার কবলে মায়ানমারের একটি যুদ্ধবিমান। এই দুর্ঘটনায় অন্তত ছয়’জন গুরুতর আহত হয়েছেন, সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, ওই বিমানে পাইলট সহ মোট ১৪ জন আরোহী ছিলেন। মিজোরাম পুলিশের ডায়েরেক্টর জেনারেল জানিয়েছেন, আহতদের লেংপুই হাসপাতালে ভর্তি করা হয়েছে।