• সিরিয়ার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে গোল পেতে মরিয়া সুনীল ...
    আজকাল | ২৩ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: এএফসি এশিয়ান কাপের নক আউট পর্বে ওঠার সম্ভাবনা ক্ষীণ হলেও সেটা রয়েছে ভারতের সামনে। কিন্তু মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে সিরিয়াকে হারাতেই হবে। অস্ট্রেলিয়া এবং উজবেকিস্তানের বিরুদ্ধে পাঁচ গোল খাওয়ার পর ভারতীয় শিবির ধাক্কা খেলেও গ্রুপের শেষ ম্যাচে ইতিবাচক রেজাল্টের মরিয়া চেষ্টা করবেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। প্রথম ম্যাচে মূলত রক্ষণাত্মক ফুটবল খেললেও দ্বিতীয় ম্যাচে রক্ষণের পাশপাশি আক্রমণেও সচল ছিলেন ভারতীয় ফুটবলাররা। একাধিক গোলের সুযোগও তৈরি হয়। কিন্তু গোলে পরিণত হয়নি। এই সমস্যাকেই ব্যর্থতার সবচেয়ে বড় কারণ হিসেবে দেখছেন ভারতের নেতা। সুনীল ছেত্রী বলেন, "আমরা গোল করতে পারছি না। এটা একটা বড় সমস্যা ঠিকই। তবে গোল করতে পারব না, আমরা এমন কথা মাথায় রেখে মাঠে নামি না। উজবেকিস্তান এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমরা অনেক গোলের সুযোগ পেয়েছিলাম। আগের ম্যাচে রাহুলের হেড, মহেশের শট ও আমার ডিফ্লেকশনের কথাই ধরুন। কিন্তু একই রকমের সুযোগ প্রতিপক্ষ তৈরি করে সফল হয়েছে। বড় টুর্নামেন্টে এই ছোট ছোট বিষয় ফারাক গড়ে দেয়। আশা করি পরের ম্যাচে আর একই ভুল হবে না। এই সমস্যার সমাধান করতে পারব।"ফিফা ক্রমতালিকায় ভারতের থেকে ১১ ধাপ এগিয়ে সিরিয়া। তাঁদের ব়্যাঙ্কিং ৯১। তবে এখনও পর্যন্ত ভারতের মতো একটিও ম্যাচ জিততে পারেনি এবং একটিও গোল করতে পারেনি। সেই কারণেই তাঁদের মোকাবিলা করা আগের দুই প্রতিপক্ষের তুলনায় সহজ হবে বলে মনে করেন সুনীল। এই প্রসঙ্গে তিনি বলেন, "প্রায় একই মানের দলের বিরুদ্ধে খেলা তুলনায় সহজ। কিন্তু অস্ট্রেলিয়ার মতো বিশ্বকাপের মূলপর্বে খেলা দল বা উজবেকিস্তানের মতো বিশ্বকাপের দিকে তাকিয়ে থাকা দলের বিরুদ্ধে খেলা খুবই কঠিন। ওদের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে অভ্যস্ত নই আমরা।" গ্রুপের প্রথম দুই ম্যাচের মতোই শারীরিক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে বলে মনে করেন ভারত অধিনায়ক। সুনীলের সতীর্থরাও সিরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনা জিইয়ে রাখার বিষয়ে আশাবাদী। 
  • Link to this news (আজকাল)