• ছত্তিশগড়ে বড়সড় ধাক্কা আপের, ৫০০ জন যোগ দিল বিজেপিতে
    আজকাল | ২৩ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ছত্তিশগড়ে বিপাকে কেজরিওয়ালের আম আদমি পার্টি। দলের ৫০০ জন সদস্য একসঙ্গে পদত্যাগ করলেন। তাঁরা সকলেই বিজেপিতে যোগদান করলেন। কিছুদিন আগে ছত্তিশগড়ে আপের অন্যতম নেতা কোমল হুপেন্দি তাঁর কয়েকজন ঘনিষ্ঠ নেতাকে নিয়ে পদত্যাগ করেছিলেন। পদত্যাগ করা সদস্যরা জানালেন, বিজেপির উন্নয়নে সামিল হতেই তাঁরা বিজেপিতে যোগদান করছেন। রাম মন্দির তৈরি করে বিজেপি নিজেকে প্রমাণ করেছে। তাই তাঁরা বিজেপিতে যোগদান করলেন। প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে হুপেন্দি ছত্তিশগড়ে আপের দায়িত্বে ছিলেন। তবে তাঁর অভিযোগ ২০২৩ বিধানসভা নির্বাচনে দলের পক্ষ থেকে তিনি পর্যাপ্ত সহায়তা পাননি। ৯০ টি আসনে লড়াইয়ের টার্গেট রেখে ৫৪ টি আসনেই প্রার্থী দিতে পেরেছিল আপ। এরপরও তাঁদের কপালে জোটেনি একটি আসনও। ভোটের শতাংশেও তাঁরা মাত্র ১ শতাংশ ভোট পেয়েছিলেন। এরপর এই দলত্যাগ আপকে ছত্তিশগড়ে আগামীদিনে যথেষ্ট সমস্যার মধ্যে ফেলবে বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা।  
  • Link to this news (আজকাল)