• মমতার অভিযোগের পরেও জোট নিয়ে আত্মবিশ্বাসী রাহুল
    আজকাল | ২৩ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ইন্ডিয়া জোটে সিপিএমের ‘দাদাগিরি’ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি। তাঁর অভিযোগ ছিল, “অসম্মান সত্ত্বেও জোটের বৈঠকে যাই।” মমতার মন্তব্য থেকে রাজনৈতিক মহলের ধারণা হয়, তৃণমূল-কংগ্রেস কাছাকাছি আসছে না। কিন্তু এবিষয়ে এখনই যে শেষ কথা বলার সময় আসেনি তা এদিন রাহুল গান্ধীর মন্তব্য থেকে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার গুয়াহাটি থেকে কংগ্রেসের প্রাক্তন সভাপতি বলেন, “আমার সঙ্গে ব্যক্তিগত ও দলের সঙ্গে মমতা ব্যানার্জির ভালো সম্পর্ক। ছোটখাটো বিষয় থাকে। তবে এখানে বসে এনিয়ে কিছু বলার নেই।” মমতার সঙ্গে জোট নিয়ে আত্মবিশ্বাসী তিনি। আসনরফা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন রাহুল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বলেছেন, অসমে নিজের আসন ধরে রাখতে ব্যর্থ কংগ্রেস। আবার বাংলায় আসন নিয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী একলা চলো নীতির পক্ষেও সওয়াল করেছেন। এদিন রাহুল গান্ধীর সাফ বার্তা, “ওদের দলের কেউ কিছু বলে, আমাদের দলের কেউ কিছু বলে। কিন্তু মমতাজির সঙ্গে ব্যক্তিগত ও দলের সম্পর্ক ভালো। আসনরফা নিয়ে আলোচনা চলছে।” 
  • Link to this news (আজকাল)