• রাম মন্দিরের ভিড়ের সুযোগে কার্যসিদ্ধি পকেটমারদের
    আজকাল | ২৩ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  অযোধ্যায় এসে মহা বিপত্তি। ভিড়ের সুযোগে পকেটমারদের বাজার রমরমা। সোমবারই প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন রাম মন্দিরের। মঙ্গলবার সকাল থেকেই ভক্তদের ভিড় উপচে পড়েছে মন্দির চত্বরে। এই ভিড়ের সুযোগে পকেটমাররা তাঁদের কার্যসিদ্ধি করছে। ভক্তদের হাতে থাকা ব্যাগ, জামার পকেট থেকে মোবাইল ফোন এবং নগদ খোয়া গিয়েছে। এই ঘটনার জেরে যথেষ্ট বিব্রত আগত ভক্তরা। কানাডা থেকে আসা এক ভক্তের অভিযোগ, তিনি মঙ্গলবার সকালে রামলালা দর্শনে এসেছিলেন। তবে আচমকাই তিনি খেয়াল করেন তার ব্যাগ কেটে টাকার থলিটি নিয়ে কেউ কেটে পড়েছে। সেখানে তাঁর নগদ অর্থ এবং বেশ কয়েকটি মূল্যবান সামগ্রী ছিল। তিনি বলেন, প্রশাসন ভিড় সামলাতেই ব্যস্ত। এই সুযোগে পকেটমাররা নিজেদের কাজ হাসিল করছে। তবে তিনি একা নন, তাঁর এক বন্ধু যিনি আহমেদবাদে থাকেন তাঁরও ব্যাগ থেকে আধার কার্ড, এটি কার্ড, ড্রাইভিং লাইসেন্স খোয়া গিয়েছে। সেগুলি খারাপ কাজে ব্যবহার করা হতে পারে বলেও তিনি আশঙ্কিত। অন্ধ্রপ্রদেশ থেকে আসা এক ব্যক্তির মোবাইল ফোনও পকেট থেকে খোয়া গেছে বলে জানা গিয়েছে।   
  • Link to this news (আজকাল)