• ‌ফের বন্ধ হয়ে গেল দেবপাড়া চা বাগান
    আজকাল | ২৩ জানুয়ারি ২০২৪
  • অতীশ সেন, ডুয়ার্স:‌ ফের বন্ধ হয়ে গেল জলপাইগুড়ি জেলার দেবপাড়া চা বাগান। মঙ্গলবার সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে গিয়ে দেখেন কারখানার গেটে ঝুলছে তালা। এরপরেই শ্রমিকেরা জানতে পারেন, রাতের অন্ধকারে বাগান ছেড়ে চলে গিয়েছেন ম্যানেজার সহ চা বাগান পরিচালন কর্তৃপক্ষ। প্রসঙ্গত, শ্রমিকদের বকেয়া বেতন নিয়ে বিগত কয়েক মাস ধরেই বাগানে অচলাবস্থা চলছিল। গত সোমবার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ দেখান। এরপর বাগান কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল, সোমবার বিকেলের মধ্যে বকেয়া বেতন শ্রমিকদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু রাত পোহাতেই ঘটল সম্পূর্ণ উল্টো ঘটনা। বকেয়া বেতন দেওয়ার বদলে বাগান ছেড়ে চলে যায় ম্যানেজার সহ পরিচালন কর্তৃপক্ষ। এর আগে শ্রমিক অসন্তোষের জেরে গত বছরের ৫ মে বন্ধ হয়ে গিয়েছিল দেবপাড়া চা বাগান। দীর্ঘ আলোচনার পর ২০ জুন ফের খুলেছিল বাগান। যদিও শ্রমিকদের বেতন সমস্যা মেটেনি বলেই অভিযোগ ছিল। শ্রমিকদের অভিযোগ, তারা নিয়মিত বেতন পান না। এই সমস্যার সমাধানের দাবিতে তারা নভেম্বর মাসে বানারহাট থানা ঘেরাও করেছিলেন এবং ১৭ নং জাতীয় সড়ক সারা দিন অবরোধ করে রেখেছিলেন। মালিকপক্ষ তখন আশ্বাস দিয়েছিল বকেয়া মিটিয়ে দেওয়ার। তারপরই শ্রমিকরা কাজে যোগ দেন। গত সোমবারও তাদের বকেয়া মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়ার পর রাতের অন্ধকারে বাগান ছেড়ে চলে গেলেন বাগান পরিচালন কর্তৃপক্ষ। প্রসঙ্গত, গত চার বছরে এই নিয়ে চার বার বন্ধ হল দেবপাড়া চা বাগান। কর্মহীন হয়ে পড়লেন প্রায় ১১৯৬ জন শ্রমিক। 
  • Link to this news (আজকাল)