• মরশুমের শীতলতম দিন পেল কলকাতা
    আজকাল | ২৩ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ মরশুমের শীতলতম দিন আজ কলকাতায়। সর্বনিম্ন তাপমাত্রা নামল ১১.‌৮ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। উত্তরবঙ্গ ও পশ্চিমের জেলাগুলিতে তা আরও কম‌। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন তাপমাত্রা এভাবেই ওঠানামা করবে। মঙ্গলবার দমদমের পারদ নামার সম্ভাবনা ১০ ডিগ্রি সেলসিয়াসে। যদিও বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মেঘ ঢুকলেই বাড়বে রাতের তাপমাত্রা। প্রসঙ্গত, সোমবারই ১২ ডিগ্রির ঘর ছুঁয়েছিল পারদ। আজ তা আরও এক ডিগ্রি নামল। এদিন সকাল থেকে ছিল কনকনে হাওয়া। এদিকে, মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে। বুধবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টি হবে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও থাকছে বৃষ্টির সম্ভাবনা। এদিকে, হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহান্ত থেকে কমতে পারে শীত। জানুয়ারির শেষ থেকে তাপমাত্রার পারদ চড়ার সম্ভাবনা রয়েছে। 
  • Link to this news (আজকাল)