রোহিত 'বধে'র আলাদা নীলনকশা ইংরেজদের, অস্ত্র নিয়েই নিজামের শহরে ব্রিটিশ নক্ষত্র
২৪ ঘন্টা | ২৩ জানুয়ারি ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাতে আর দু'দিন। তারপরেই হায়দরাবাদে শুরু ভারত-ইংল্য়ান্ড পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজের প্রথম ম্য়াচ। ২৫-২৯ জানুয়ারি চলবে প্রথম টেস্ট। ইংল্য়ান্ডের তারকা জোরে বোলার মার্ক উড (Mark Wood) দলের সম্পদ। তিনি খুব ভালো ভাবে জানেন যে, ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ব্য়াট হাতে, তিন ফরম্য়াটে কী কামাল করতে পারেন! মাঠে নামার আগেই ব্রিটিশ পেসার জানিয়ে দিলেন যে, তাঁর মাথায় আলাদা ভাবনা রয়েছে রোহিতকে নিয়ে। সাফ বুঝিয়ে দিলেন যে, রোহিতের শক্তিকেই তিনি পরিণত করবেন দুর্বলতায়। হায়দরাবাদে সাংবাদিক বৈঠক করেছেন উড। সেখানে তিনি প্রথমেই কথা বলেছেন ভারতের পিচ নিয়ে। উডের বক্তব্য়, 'মাঠে নামার পরেই আমরা মূল্য়ায়ন করতে পারব। এখানে বাউন্সার বিরল। অনেক সময়ে পিচে দু'রকমের গতি থাকে। যদি মন্থর হয়, তাহলে সেটাও বোলারদের সাহায্য় করবে। ব্যাটারদের ওর মধ্য়েই শট নিতে হবে। তবে রোহিতের কথা ভাবতেই হবে। আমি জানি ও শর্ট বলে কতটা ভালো। তার মানে এই নয় যে, আমি ওকে বাউন্সার দেব না। তবে হ্য়াঁ, আমাকে নিখুঁত বাউন্সার করতে হবে সঠিক সময়ে।' উড জানেন যে, ঘরের মাঠে ভারত হিংস্র বাঘ। এই প্রসঙ্গে তাঁর সংযোজন, 'আমরা জানি এখানকার চ্য়ালেঞ্জের প্রসঙ্গে। ভারতের ঘরের মাঠে হারা বিরল ঘটনা। আমাদের কাছে এটা ফ্রি হিটের মতো। যেখানে আমরা নতুন কিছু চেষ্টা করতে পারি।' এবার তাহলে উড-রোহিত ডুয়েল দেখার অপেক্ষায় অনুগামীরা।