গুয়াহাটিতে রাহুলের 'ন্যায় যাত্রায়' বাধা! পুলিসের সঙ্গে সংঘর্ষ কংগ্রেস কর্মীদের
২৪ ঘন্টা | ২৩ জানুয়ারি ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গুয়াহাটিতে ঢোকার মুখে অসম পুলিসের কাছে বাধা পেল রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। শহরে ঢুকতে যাওয়ার সময় কংগ্রেস কর্মীদের বাধা দেয় পুলিস। পালটা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন কংগ্রেস কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিস লাঠি চালায় বলে অভিযোগ। আর তারপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিস এবং কংগ্রেস কর্মীদের মধ্যে ধস্তাধস্তি হয়। আসরে নামতে হয়ে বিশাল পুলিস বাহিনীকে।
একেবারে রণক্ষেত্রের চেহারা নেয় রাজ্যের প্রাণকেন্দ্র। ঘটনার পর রাহুল গান্ধীর বিরুদ্ধে পুলিসকে এফআইআর করার নির্দেশ দেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা। রাহুল গান্ধীর বিরুদ্ধে সেখানে FIR-এর নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, খোদ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাহুলের বিরুদ্ধে ভিড়কে উস্কানি দেওয়া এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে FIR দায়ের করার নির্দেশ দিয়েছেন।মেঘালয় হয়ে মঙ্গলবার পুনরায় রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ গুয়াহাটিতে প্রবেশ করে। তবে গুয়াহাটিতে প্রবেশের আগে থেকেই যাত্রার পথ নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে রাহুল গান্ধীর কার্যত বিবাদ বাধে। রাহুল গান্ধীকে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র রুট বদলের কথা জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।