IND vs ENG: টেস্টে গিলের কেরিয়ার কি ফুরোনোর পথে, ইংল্যান্ড সিরিজের আগেই জোরালো জবাব এবার কোচ দ্রাবিড়ের
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৪ জানুয়ারি ২০২৪
Rahul ravid on India Test Team:
টেস্ট ক্রিকেট ইস্যুতে শুভমান গিলের পাশে দাঁড়ালেন রাহুল দ্রাবিড়। তিনি স্পষ্ট করেছেন যে কেএল রাহুল উইকেটরক্ষক পজিশনে খেলবেন না। আর হায়দরাবাদের উৎপল স্টেডিয়ামের পিচ প্রথম দিন থেকেই ঘুরে যাবে। ২৪ বছর বয়সি গিল, সাদা বলে দুর্দান্ত খেলেন। কিন্তু, টেস্ট ক্রিকেটে এখনও ফর্মে ফিরতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজে তিন নম্বর পজিশনে নামার পর থেকে তিনি ছয় ইনিংসে মাত্র ১০৩ রান করেছেন। মঙ্গলবার এই প্রসঙ্গে সাংবাদিকদের দ্রাবিড় বলেন, ‘গিল একজন ভালো খেলোয়াড়। একজন ক্রিকেটার হিসেবে সাফল্যের যাত্রা শুরু করতে বহু সময় লাগে। অনেক সময়ই আমরা সেটা ভুলে যাই। কিছু লোক তাৎক্ষণিকভাবে সফলতা পান। আসলে ও (শুভমান গিল) সেই ছেলেদের মধ্যে একজন, যারা কিছু ক্ষেত্রে সত্যিই ভালো করেছে। প্রথম দিনই, বিশেষ করে অস্ট্রেলিয়ায়।’ মঙ্গলবার সাংবাদিকদের এমনটাই বলেন দ্রাবিড়।