Kolkata Police: সাহেব চোররা নাজেহাল করে তুলেছিল কলকাতা পুলিশকে, সাহসিকতার সঙ্গে কাজে করেছেন বাঙালি পুলিশকর্মীরা
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৪ জানুয়ারি ২০২৪
Saheb Chor:
বাঙালির সাদা চামড়ার প্রতি বিশেষ প্রীতি থাকতেই পারে। কিন্তু, আঠারো এবং উনিশ শতকে কলকাতায় সাদা চামড়ার ‘সাহেব চোর’-দের কীর্তিকলাপ কলকাতা পুলিশকে কিন্তু রীতিমতো নাজেহাল করে ছেড়েছিল। এই ‘white collar criminal’-রা মোটেই কপর্দকশূন্য ছিল না। শুধু তাই নয়, এদের মধ্যে কয়েকজন তৎকালীন ইউরোপীয় সমাজের উচ্চমহলে অবাধে বিচরণ করতেন। তার মধ্যে আবার কয়েকজনের ধূর্ততা আর দুর্দান্ত শারীরিক ক্ষমতা ছিল উল্লেখ করার মত।