• Team India: ICC-র বর্ষসেরা দলে একজন-ও নেই বাংলাদেশি! ভারতীয় ভর্তি তিন ফরম্যাটে হতাশ টাইগাররা
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৪ জানুয়ারি ২০২৪
  • Team India in ICC XI:

    আইসিসির তরফে মঙ্গলবার-ই বর্ষসেরা দল ঘোষণা করে দেওয়া হল। তিন ফরম্যাটের সেরা একাদশ বেছে নিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তবে তিন ফরম্যাটের একটিতেও জায়গা হয়নি কোনও বাংলাদেশি তারকার। সাকিব আল হাসানের মত অলরাউন্ডারকে রিজার্ভ প্লেয়ার হিসাবেও রাখা হয়নি।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)