• আইসিসির বর্ষসেরা দলের অধিনায়ক রোহিত, দলে কোহলি সহ ভারতের ছ'জন...
    আজকাল | ২৪ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে সরিয়ে হার্দিক পাণ্ডিয়াকে অধিনায়ক করেছে। টি-২০ বিশ্বকাপে এখনও অধিনায়কের নাম ঘোষণা করেনি বিসিসিআই। কিন্তু রোহিত শর্মাকে বর্ষসেরা দলের অধিনায়ক ঘোষণা করল আইসিসি। ক্রিকেটের সর্বাধিক নিয়ামক সংস্থার সেরা দলে আরও পাঁচজন ভারতীয় ক্রিকেটার আছে। এই তালিকায় রয়েছেন বিরাট কোহলি, শুভমন গিল, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব। মূলত ভারত এবং অস্ট্রেলিয়া থেকেই একাধিক প্লেয়ার জায়গা পেয়েছে আইসিসির বর্ষসেরা দলে। নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার কয়েকজনও রয়েছে। টপ অর্ডারে রোহিত শর্মা, শুভমন গিল। গতবছর একদিনের ক্রিকেটে ১২৫৫ রান সংগ্রহ রোহিতের, গড় ৫২। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিশতরান করেন শুভমন। ওয়ান ডাউনে ট্রাভিস হেড। গোটা বছর ধারাবাহিকতা দেখানোর পাশাপাশি ফাইনালে ১৩৭ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন। মিডল অর্ডারে বিরাট কোহলি, ড্যারেল মিচেল, হেনরিচ ক্লাসেন এবং মার্কো জ্যানসেন। একদিনের ক্রিকেটে বছরে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী বিরাট। বছরে ছটি শতরান করেন। বিশ্বকাপের সেরা ক্রিকেটার হওয়ার পাশাপাশি একদিনের ক্রিকেটে শতরানের সংখ্যায় শচীন তেন্ডুলকরকে পেরিয়ে যান। চলতি বছর পাঁচটি শতরান করেন মিচেল। গোটা বছর ব্যাট হাতে সফল ক্লাসেনও। সেঞ্চুরিয়ানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৭৪ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন। বোলিংয়ে রয়েছে অ্যাডাম জাম্পা, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব এবং মহম্মদ সামি। বছরে ৩৮ উইকেট নেন জাম্পা। বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী অজি স্পিনার। মোট ৪৪ উইকেট পান সিরাজ। এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২১ রানে ৬ উইকেট তার মধ্যে উল্লেখযোগ্য। কুলদীপ একদিনের ক্রিকেটে গতবছর ৪৯ উইকেট নেন। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ২৫ রানে ৫ উইকেট তারমধ্যে অন্যতম। বিশ্বকাপে দুর্দান্ত বল করেন সামি। চারবার পাঁচ উইকেট নেন। মুম্বইয়ে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫৭ রানে ৭ উইকেট সংগ্রহ বাংলার পেসারের। 
  • Link to this news (আজকাল)