• মরণোত্তর ভারতরত্ন পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর ...
    আজকাল | ২৪ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মরণোত্তর ভারতরত্ন সম্মান পেলেন সমাজবাদী নেতা এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর। মঙ্গলবার সন্ধেয় রাষ্ট্রপতি ভবনের তরফে এ ঘোষণা করা হয়েছে। বিহারের "জননায়ক" ছিলেন তিনি। দু"বার বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সি দখল করেছিলেন কর্পূরী ঠাকুর। জনতা পার্টির তরফে তাঁকে বিহারের কুর্সিতে বসানো হয়। সরকারি চাকরিতে পিছিয়ে পড়াদের জন্য আসন সংরক্ষণ নিশ্চিত করতে মুঙ্গেরিলাল কমিশন তৈরি করেছিলেন তিনি। যদিও দলের উচ্চ বর্ণের নেতারা তাঁর এই সিদ্ধান্ত ভেস্তে দিতে চেয়েছিলেন। লালু প্রসাদ যাদব, নীতীশ কুমার থেকে শুরু করে রাম বিলাস পাশোয়ানের মতো নেতাদের রাজনৈতিক গুরু হিসেবে পরিচিত ছিলেন কর্পূরী ঠাকুর। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, "মরণোত্তর ভারতরত্ন পেলেন কর্পূরী ঠাকুর। তাঁর জন্ম শতবর্ষের আগেই এই সম্মান প্রদান করা হচ্ছে। তিনি সব স্তরের মানুষের সমতার জন্য লড়াই করেছিলেন। পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে যেতে যে ভূমিকা পালন করেছেন কর্পূরী ঠাকুর তা দেশের সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাঁর অবদান ভবিষ্যতে অনুপ্রেরণা জোগাবে।"
  • Link to this news (আজকাল)