• ১৬ এপ্রিল ভোট'‌ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট নিয়ে আলোড়ন সমাজমাধ্যমে ...
    আজকাল | ২৪ জানুয়ারি ২০২৪
  • ‌আবু হায়াত বিশ্বাস, দিল্লি: লোকসভা নির্বাচন কি শুরু হচ্ছে ১৬ এপ্রিল?‌ দিল্লির মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের একটি চিঠি ঘিরে ভোটের দিন ঘোষণার জল্পনা ছড়াল সর্বত্র। গত ১৯ জানুয়ারির এক বিজ্ঞপ্তিতে দেখা যায়, নির্বাচন কমিশনের ইলেকশন প্ল্যানার অনুযায়ী ১৬ এপ্রিল লোকসভা ভোটের সম্ভাব্য তারিখ। যা নিয়ে আলোড়ন শুরু হয় সর্বত্র। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে দিল্লির ১১ জেলার নির্বাচনী আধিকারিকদের উদ্দেশে জারি করা হয় ওই চিঠি। সেই চিঠিতে ১৬ এপ্রিল ভোট শুরু ধরে যাবতীয় কাজ সেরে ফেলার জন্য প্রস্তুতি শুরু করতে বলা হয়। আর এই চিঠি প্রকাশ্যে আসার পর থেকেই লোকসভা ভোটের দিনক্ষণ নিয়ে তুমুল আলোড়ন শুরু হয়। যদিও পরে বিষয়টি নজরে আসে কমিশনের। সামাজিক মাধ্যমের পাশপাাশি বিবৃতি জারি করে দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। কেবল ‘‌রেফারেন্স’‌ হিসেবে ওই তারিখের উল্লেখ করা হয়েছে বলে জানানো হয়। দিল্লির নির্বাচন আধিকারিকের দপ্তর দাবি করেছে, এই তারিখটি এখনও চূড়ান্ত নয়। নির্বাচনী আধিকারিকদের ওই দিনটির কথা এই কারণেই জানানো হয়েছে যাতে তাঁরা ভোট সংক্রান্ত যাবতীয় কাজকর্মের পরিকল্পনা সেরে ফেলতে পারেন। উল্লেখ্য, ২০১৯ লোকসভা ভোট শুরু হয়েছিল ১১ এপ্রিল। শেষ হয়েছিল ১৯ মে। ফল ঘোষণা হয়েছিল ২৩ মে। যদিও এবছর লোকসভা ভোট কবে হবে, তা নিয়ে কমিশনের তরফে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি এখনও। তবে ভাইরাল হওয়া চিঠির মধ্যে বাস্তবতা রয়েছে বলে মনে করছেন রাজনৈতিকব পর্যবেক্ষকরা।
  • Link to this news (আজকাল)