• বীরভূমে ভোটের আগে গুরুত্ব অনুব্রত ঘনিষ্ঠদেরই, পাঁচ সদস্যের নতুন কমিটি গঠন মমতার...
    আজকাল | ২৪ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ভেঙে দেওয়া হল আগের কোর কমিটি। লোকসভা নির্বাচনের আগে বীরভূমে পাঁচ সদস্যের নতুন কোর কমিটি গঠন করে দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি। মঙ্গলবার কালীঘাটে তৃণমূল নেত্রীর বাসভবনে বীরভূমের দলীয় নেতৃত্বের সঙ্গে এক বৈঠকে এই কমিটি গঠন করেন তিনি। এই কমিটিতে আছেন আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিংহ ও সুদীপ্ত ঘোষ। লক্ষণীয়, এই কমিটিতে প্রায় সকলেই এইমুহূর্তে জেল হেফাজতে থাকা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল জেলায় অনুব্রতর বিরোধী গোষ্ঠীর নেতা হিসেবে পরিচিত কাজল শেখকে এই কমিটিতে রাখা হয়নি। তাঁকে নানুর ও কেতুগ্রামের দায়িত্ব দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। তবে অন্যত্র ব্যস্ত থাকার জন্য তৃণমূলের সর্বভারীতয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি উপস্থিত ছিলেন না। তবে এদিনের বৈঠকে মমতা স্পষ্ট করে দিয়েছেন জেলার দুটি আসনে লড়াইয়ের জন্যই প্রস্তুত থাকতে হবে। জেলার এক নেতা জানান, "দিদির কথাতেই স্পষ্ট বীরভূমে কোনও জোট হচ্ছে না।" এদিনের বৈঠকেও উঠে এসেছে অনুব্রত প্রসঙ্গ‌। জেলার ওই নেতার কথায়, দিদি বলে দিয়েছেন কেষ্ট বা অনুব্রতকে ভোলা চলবে না। সারাজীবন তো আর অনুব্রতকে আটকে রাখা যাবে না। ফিরলেই তিনি তাঁর জায়গা ফিরে পাবেন। নির্বাচনের আগে জেলায় বিজেপি বিরোধী ঝাঁঝ বাড়াতে বলেছেন তৃণমূল সুপ্রিমো। জেলার ওই নেতার কথায়, খুব স্পষ্ট করে তিনি বলে দিয়েছেন আরও বেশি করে মিটিং, মিছিলে জোর দিতে হবে। যদি কারুর বিরুদ্ধে অসন্তোষ থাকে তবে সেটা বসে মিটিয়ে ফেলতে হবে। হুটহাট করে সামাজিক মাধ্যমে কিছু বলা যাবে না। কিছু বলার থাকলে সেটা দলের ভেতরেই বলতে হবে। এদিনের বৈঠকে মমতা কোর কমিটির নেতাদের মধ্যে লোকসভা নির্বাচনের জন্য এলাকা ভাগ করে দিয়েছেন বলেই ওই নেতা জানিয়েছেন।
  • Link to this news (আজকাল)