রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রাকে কেন্দ্র করে অসমে ধুন্ধমার। ‘হিংসা ছড়ানোর অভিযোগে এমন পুলিসের ওপর ‘হামলার’ অভিযোগে রাহুল সহ একাধিক কংগ্রেস নেতাদের বিরুদ্ধে FIR দায়ের করেছে পুলিস। মঙ্গলবার গুয়াহাটিতে দলীয় কর্মী ও পুলিসের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। পরে কংগ্রেস নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিস।