লোকসভা ভোটের বছরে নরেন্দ্র মোদী সরকারের বিরাট চমক। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরী ঠাকুর মরণোত্তর ভারতরত্ন সম্মান প্রদানের সিদ্ধান্ত কেন্দ্রের। ১৯৭০ সালে প্রথম অকংগ্রেসী হিসেবে বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন কর্পুরী ঠাকুর। তার আগে বিহারের শিক্ষামন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। তাঁকে লালু প্রসাদ যাদব , রাম বিলাস পাসোয়ান , দেবেন্দ্র প্রসাদ যাদব এবং নীতীশ কুমারের মতো বিশিষ্ট নেতাদের পরামর্শদাতা বলেও বিবেচনা করা হয় । অনগ্রসর শ্রেণীর মানুষদের জন্য তিনি আপোষহীন লড়াই চালিয়েছিলেন। আর সেই কারণে তিনি জননায়ক হিসাবে পরিচিত। অনগ্রসর শ্রেণী থেকে উঠে এসে দেশের রাজনীতিতে বড় ভূমিকা পালন করেছিলেন তিনি।