• ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৮
    আজকাল | ২৪ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ইউক্রেনে রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে এবং ১৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার ভাষণে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া ৪০টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছিল।জেলেনস্কি বলেন, দুই শতাধিক ভবনে হামলা হয়েছে। এর মধ্যে ১৩৯টি বাড়িও রয়েছে। উঁচু একটি ভবনে অনেকের মৃত্যু হয়েছে। ভবনটিতে সাধারণ লোকেরা বাস করতেন। তিনি এর কড়া জবাব দেওয়ার অঙ্গীকার করেন। উত্তর-পূর্বের শহর খারকিভে তিন দফায় হামলা হয়েছে। রাজধানী কিয়েভ, কেন্দ্রীয় ইউক্রেনেও হামলা চালায় রাশিয়া। দক্ষিণের খেরসন টানা বোমা হামলার শিকার হয়।রাশিয়ার বিরামহীন বোমাবর্ষণ ইউক্রেনীয়দের এক কিনারায় ঠেলে দিয়েছে। দেশটির দেড় হাজার কিলোমিটার ফ্রন্ট লাইন রয়েছে, যেখানে সৈন্যরা পরিখা ও আর্টিলারি যুদ্ধে রয়েছে। খারকিভের আঞ্চলিক মেয়র ওলেহ সিনিহুবভ বলেন, প্রথম দুটি হামলায় শতাধিক উঁচু অ্যাপার্টমেন্ট ধ্বংস হয়েছে। হামলায় রাশিয়া এস-৩০০, কেএইচ-৩২ ও হাইপারসনিক ইসকান্দার ক্ষেপণাস্ত্র ব্যাবহার করে।মঙ্গলবার রাতে এক আবাসিক ভবনসহ অন্যান্য ভবনে হামলায় অনেকে আহত হন। রাষ্ট্রসংঘের হিসাবে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ১০ হাজারের বেশি সাধারণ মানুষের প্রাণ গেছে। আর আহত হয়েছেন ২০ হাজার লোক।
  • Link to this news (আজকাল)