• ‌রামমন্দির চত্বরেই তৈরি হবে আরও ১৩টি মন্দির, জানাল ট্রাস্ট ...
    আজকাল | ২৪ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ অযোধ্যায় রামমন্দির সংলগ্ন অঞ্চলে গড়ে উঠছে আরও ১৩টি মন্দির। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট জানিয়েছে, রাম মন্দির চত্বরেই আরও ১৩টি মন্দির তৈরি করা হবে। এর মধ্যে ৬টি মন্দির রাম মন্দির চত্বরের ভিতরে হবে, ৭টি মন্দির থাকবে মন্দির চত্বরের বাইরে। রাম জন্মভূমি ট্রাস্টের ট্রেজারার স্বামী গুরুদেব গিরি জানান, মূল মন্দিরের নির্মাণ শেষ করার সঙ্গে সঙ্গেই এই মন্দিরগুলি তৈরির কাজ চলছে। আগামী কয়েক বছরের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। আপাতত রাম মন্দিরের গর্ভগৃহের কাজই শেষ হয়েছে। এখনও মন্দিরের উপরে দুটি তলের কাজ বাকি। গুরুদেব গিরি জানিয়েছেন, ‘‌দ্বিতীয় তলের কাজ চলছে। এরপরে মন্দিরের শিখর (চূড়া) তৈরি করা হবে। তারপরে রামের পরিবারকে নিয়ে পাঁচটি মন্দির তৈরি করা হবে।’‌ জানা গেছে রাম মন্দিরের চার কোণে বিষ্ণু, শিব, গণেশ ও সূর্য দেবতার মন্দির তৈরি করা হবে। থাকবে মা জগদম্বার মন্দিরও। হনুমানজী মন্দিরও তৈরি করা হবে। এই মন্দিরগুলির কাজ অবশ্য শুরু হয়ে গিয়েছে। বসানো হয়েছে মূর্তিও। আপাতত শেষ মুহূর্তের কাজ ও পলিশিং চলছে। রাম মন্দির চত্বরেই রয়েছে সীতা রসুই, যাকে সীতার রান্নাঘর মনে করা হয়। সেখানে অন্নপূর্ণা মন্দির তৈরি করা হবে। মন্দির চত্বরের বাইরে তৈরি করা হবে সাতটি মন্দির। এই মন্দিরগুলি রামের জীবনের সঙ্গে জড়িত মুনী–ঋষিদের নিয়ে তৈরি করা হবে। বাল্মীকি, বশিষ্ট, বিশ্বমিত্র, দেবী শবরী ও জটায়ুর মন্দির তৈরি করা হবে সেখানে। 
  • Link to this news (আজকাল)