• ‌এবার প্রস্তুতি নিয়ে সন্দেশখালিতে ইডি, তালা ভেঙে ঢুকল শাহজাহানের বাড়িতে ...
    আজকাল | ২৪ জানুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ রেশন দুর্নীতি কাণ্ডে ফের সন্দেশখালিতে ইডি। এবার বেপাত্তা তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ির তালা ভেঙে ঢুকল ইডি। প্রসঙ্গত গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলার তদন্তে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েছিলেন ইডি আধিকারিকরা। তাই এবার প্রস্তুতি নিয়েই সড়বেরিয়ায় শাহজাহানের বাড়িতে গেল ইডি। বুধবার সকালে ২৫টি গাড়িতে ১২৫ জনেরও বেশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে সাত থেকে আট জনের ইডি আধিকারিকদের একটি দল পৌঁছয় শাহজাহানের বাড়িতে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মাথায় হেলমেট, হাতে গার্ড রয়েছে। জেলা পুলিশকে আগাম খবর দিয়ে রাখা হয়েছিল ইডির তরফ থেকে। ইডি শাহজাহানের বাড়িতে পৌঁছলে তাঁদের কাছে তল্লাশির পরোয়ানা দেখতে চায় ন্যাজাট থানার পুলিশ। তা দেখানোর পরেই পুলিশের তরফে সহযোগিতার আশ্বাস মেলে। এরপরই শাহজাহানের বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাদের সঙ্গে রয়েছে কাঁদানে গ্যাস। ন্যাজাট থানা থেকে মোতায়েন করা হয়েছে পুলিশ। শাহজাহানের বাড়ির মূল দরজার সামনে পাহারায় রয়েছে রাজ্য পুলিশও। তাদের কাছেও রয়েছে কাঁদানে গ্যাস।এতকিছুর পরেও শাহজাহানের বাড়িতে ঢুকতে বাধা পেতে হয় ইডিকে। এদিনও বাড়ির সদর দরজায় তালা লাগানো ছিল। এরপর তালা ভেঙে পৌনে আটটা নাগাদ শাহজাহানের বাড়িতে ঢোকে ইডি। ইডির তরফে পুরো বিষয়টি ভিডিও করে রাখা হয়েছে। ছ’জন ইডির আধিকারিকের পাশাপাশি তাদের তরফে তিন জন সাক্ষীকেও আনা হয়েছে। সাক্ষী হিসাবে রয়েছেন দু’জন স্থানীয় বাসিন্দা। সম্পূর্ণ তল্লাশি পর্ব তাঁদের উপস্থিতিতেই চলবে। জানা গেছে তল্লাশির পুরো প্রক্রিয়া ইডি ভিডিও করে রাখবে। জানা গেছে ইডি আধিকারিকরা ঘরের ভিতরের বাঙ্ক, আলমারি, সব ঘেঁটে দেখছেন।ফাইল ছবি
  • Link to this news (আজকাল)