মেডিক্যালে ভর্তি দুর্নীতি: একঘন্টার মধ্যে নির্দেশে নয়া মোড়, বিচারপতি গাঙ্গুলির সিবিআই তদন্তে স্থগিতাদেশ
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৪ জানুয়ারি ২০২৪
Medical College Recruitment Scam Case:
মেডিক্যালে নিট পরীক্ষায় ভুয়ো জাতিগত শংসাপত্র মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিবিআই তদন্তের নির্দেশের উপর মৌখিকভাবে অন্তবর্তী স্থগিতাদেশ দিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পরই ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিল রাজ্য। মৌখিকভাবে করা সেই আবেদন শুনে মৌখিক ভাবেই সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর অন্তবর্তী স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। তবে এই স্থগিতাদেশ কার্যকর হবে কি না সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বৃহস্পতিবার। মেডিক্যাল কলেজ সংক্রান্ত মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্যের মামলাটির শুনানি বৃহস্পতিবার হবে ডিভিশন বেঞ্চে।