IND U19 vs BAN U19: মাঠেই ভারতীয়দের কুৎসিত অঙ্গভঙ্গি, গালির বন্যা! টাইগার তারকাকে ‘ছোবল’ দিয়ে সমঝে দিল ICC
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৪ জানুয়ারি ২০২৪
ICC U-19 World Cup, IND u19 vs BAN U19:
ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই বিতর্কের ঝনঝনানি। ক্রিকেট হোক বা ফুটবল-উত্তেজনার পারদ ছুঁয়ে যায় শিখর। সিনিয়র পর্যায়ের ক্রিকেটের সেই উত্তেজনা হাজির হয়েছে এবার যুব পর্যায়ে। বিশ্বকাপের প্ৰথম ম্যাচেই বিতর্কবিদ্ধ হয়েছে ভারত-বাংলাদেশ ম্যাচে। একাধিকবার বিতর্কের আমদানি ঘটেছে। সংঘর্ষ এড়াতে আম্পায়ারকে হস্তক্ষেপ করতে হয়েছে।
Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)