• গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান রাষ্ট্রসঙ্ঘ মহাসচিব গুতেরেসের ...
    আজকাল | ২৪ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মানবিক কারণে প্যালেস্টাইনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান পুনরায় ব্যক্ত করেছেন রাষ্ট্রসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।মঙ্গলবার রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি। এ সময় ইজরায়েলের আশদোদ বন্দর হয়ে গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়ার ব্যবস্থা ফের চালু করার দাবি জানান গুতেরেস।গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, আন্তোনিও গুতেরেস বলেছেন- "আমাদের গাজার উত্তরাঞ্চলে প্রবেশাধিকার দরকার। জানুয়ারি মাসের প্রথম দুই সপ্তাহে গাজার উত্তরাঞ্চলে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার ২৯টি অভিযান (মিশন) পরিচালনার পরিকল্পনা করা হয়েছিল। এরমধ্যে মাত্র সাতটি সম্পূর্ণ বা আংশিকভাবে শেষ হয়েছে।" রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব বলেন, "সামরিক অভিযানের সময় আটক প্যালেস্টাইনিদের প্রতি ইজরায়েলি বাহিনীর সদস্যরা অমানবিক আচরণ করেছেন। এমন প্রতিবেদন আমাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে।" এদিকে, গাজায় চলমান হামলা এবং প্রাণহানির ঘটনায় ইজরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে শুনানি চলছে। সেই সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরে ইজরায়েলের প্রতি আন্তর্জাতিক চাপ বেড়েছে।তবে আন্তর্জাতিক চাপের মধ্যেই অন্তত দুই মাসের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল ইজরায়েল, যদিও তা প্রত্যাখ্যান করে হামাস স্থায়ী যুদ্ধবিরতির ওপর জোর দিয়েছে। আর মোসাদের প্রধান প্রস্তাব করেছেন যুদ্ধবিরতি চুক্তির জন্য হামাসের সিনিয়র নেতাদের গাজা ত্যাগ করতে হবে। উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে দখলদার ইজরায়েল। দীর্ঘ সাড়ে তিন মাসের এই যুদ্ধে রিপোর্ট লেখা পর্যন্ত ২৫ হাজার ৪৯০ প্যালেস্টাইনি নিহত হয়েছেন। এর মধ্যে প্রায় ৭০ শতাংশই মহিলা ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৬৩ হাজারের বেশি প্যালেস্টাইনি।
  • Link to this news (আজকাল)