• নওয়াজ শরিফের নির্বাচনী সভায় জীবন্ত বাঘ-সিংহ
    আজকাল | ২৪ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের সাধারণ নির্বাচন উপলক্ষে দেশটির পাঞ্জাব প্রদেশের লাহোরে মঙ্গলবার একটি নির্বাচনী সভায় যোগ দেন দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। লাহোরের এই অনুষ্ঠানে তাঁকে স্বাগত জানাতে সমর্থকরা একটি সত্যিকারের সিংহ নিয়ে হাজির হন। তবে বিষয়টি জানার পর নওয়াজ শরিফ সিংহটিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন।স্থানীয় গনমাধ্যম জানিয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় পরিষদের নির্বাচনে এনএ-১৩০ তম আসন থেকে ভোটে লড়বেন নওয়াজ। সেখানে তাঁকে স্বাগত জানাতে সিংহের পাশাপাশি একটি বাঘও খাঁচায় ভরে নিয়ে আসা হয়েছিল। খাঁচার ভেতর বাঘ ও সিংহ দেখতে পেয়ে সেলফি তোলার হিড়িক পড়ে যায়।নির্বাচনী প্রতীক হওয়ার কারণে নওয়াজ শরিফের নির্বাচনী ব়্যালিগুলোতে অনেকেই এমন বাঘ-সিংহ আনছেন। এ বিষয়ে মরিয়ম আওরেঙ্গজেব (নওয়াজের মেয়ে) বলেন, তাঁর বাবা সমাবেশে সিংহ আনার খবর জানতে পারেন। তখন তাঁর নির্দেশে সিংহটি ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।এ ব্যাপারে মাইক্রো ব্লগিং সাইট এক্সে মরিয়ম লিখেছেন, ‘নওয়াজ শরিফ নির্দেশনা দিয়েছেন সত্যিকারের সিংহ বা অন্য কোনও প্রাণী পাকিস্তানের কোনও সমাবেশে আনা যাবে না। মহিনি রোডে একটি সিংহ আনার খবর জানতে পারেন তিনি। এরপর তাঁর কড়া নির্দেশে সিংহটিকে তার জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।’আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন হবে। তবে ২০২২ সালে ক্ষমতা হারানো প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে এবারের নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ দেওয়া হয়নি।
  • Link to this news (আজকাল)