• কোহলির জায়গায় টেস্ট দলে রজত পাতিদার
    আজকাল | ২৪ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলির পরিবর্ত ঘোষণা করল বিসিসিআই। টেস্ট দলে সুযোগ পেলেন রজত পাতিদার। হায়দরাবাদে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। মঙ্গলবার সন্ধেয় বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টেস্ট থেকে সরে দাঁড়ান বিরাট। তাঁর পরিবর্ত হিসেবে কাকে নেওয়া হবে সেদিকে সবার নজর ছিল। শুভমন গিল, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল মিডল অর্ডারে থাকলেও কেউ চোট পেলে কোনও বিকল্প ক্রিকেটার ছিল না। তাই অগ্রাধিকার পায় রজত পাতিদার। ঘরোয়া ক্রিকেটে চার নম্বরে ব্যাট করার অভিজ্ঞতা আছে তাঁর। চোটের জন্য আট মাস মাঠের বাইরে থাকার পর দারুণ প্রত্যাবর্তন হয়েছে। গত সপ্তাহে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ১৫১ রান করেন রজত। সেই কারণেই তাঁকে প্রাধান্য দেওয়া হল। আন্তর্জাতিক ক্রিকেটে আগেই অভিষেক হয়ে গিয়েছে তাঁর। গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ম্যাচে ওপেন করেন ডান হাতি। তবে অভিজ্ঞ অজিঙ্ক রাহানে এবং চেতেশ্বর পূজারার বদলে তাঁকে সুযোগ দিয়ে নির্বাচকরা বুঝিয়ে দিলেন আর পেছন ফিরে তাকাতে চান না তাঁরা। সরফরাজ খান এবং রিঙ্কু সিংয়ের নামও উঠেছিল। কিন্তু ঘরোয়া ক্রিকেটে একটানা রান করা সত্ত্বেও আবার উপেক্ষা করা হল সরফরাজকে‌। 
  • Link to this news (আজকাল)