• ট্রেনের ধাক্কায় মৃত্যু সিংহীর
    আজকাল | ২৪ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: গুজরাটে ট্রেনের ধাক্কায় মৃত্যু এক সিংহীর। এটা নিয়ে এমাসেই এই ধরণের তিনটি ঘটনা ঘটেছে। চার দিন আগে গুজরাটের আমরেলিতে একটি জংলে ট্রেনের ধাক্কায় জখম হয় ওই সিংহী। সেদিন থেকেই চলছিল তার চিকিৎসা। তবে তাতে শেষ রক্ষা হল না। ২০ জানুয়ারি দুর্ঘটনার পর, জখম সিংহীর মৃত্যু হয়েছে বুধবার। সিংহীটি জুনাগড় জেলার শক্করবাগ চিড়িয়াখানায় চিকিৎসাধীন ছিল। ৩ জানুয়ারি আমরেলির একটি গ্রামের কাছে মালগাড়িতে ধাক্কা খেয়ে আহত হয়েছিল একটি সিংহ। তাকে উদ্ধার করে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছিল। ১১জানুয়ারি মৃত্যু হয় ওই সিংহের। ১২ জানুয়ারি আমরেলিতে ফের একটি সিংহের মৃত্যু হয়। পরপর সিংহের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন সে রাজ্যের বনমন্ত্রী মুলু বেরা। তিনি জানিয়েছেন জঙ্গলের ভেতর দিয়ে ট্রেন যাওয়ার সময়, ট্রেনের গতি কমাতে এবং রেললাইনের ধারে বেড়ার উচ্চতা বাড়ানোর নির্দশ দেওয়া হয়েছে।
  • Link to this news (আজকাল)