• মমতাকে ছাড়া ইন্ডিয়া জোট কল্পনা করা যায় না: জয়রাম রমেশ
    আজকাল | ২৪ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ছাড়া ইন্ডিয়া জোটে কল্পনা করা যায় না। জানিয়ে দিলেন কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ। বুধবারই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দেন রাজ্যে কংগ্রেসের সঙ্গে কোনও জোট হবে না। একলা লড়বে তৃণমূল কংগ্রেস। এরপরই ফের একবার তৃণমূল সুপ্রিমোর মান ভাঙাতে আসরে নামল কংগ্রেস হাইকমান্ড। জয়রাম রমেশ এদিন বলেন, মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের অন্যতম স্তম্ভ। তাঁকে ছাড়া আমরা ইন্ডিয়া জোটকে ভাবতেই পারি না। মমতা ব্যানার্জি বলেছেন সকলকে সঙ্গে নিয়ে বিজেপিকে হারাতে হবে। আমরা যেকোনও মূল্যে বিজেপি হারাব। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় ইন্ডিয়া জোটের সকল শরিককে সামিল হওয়ার ডাক দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। পশ্চিমবঙ্গের ৪২ টি আসনের মধ্যে কংগ্রেস ১০ থেকে ১২ টি আসন চেয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে। কিন্তু দুটির বেশি আসন দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। তৃণমূলের বক্তব্য, বিগত দুটি লোকসভা নির্বাচনে কংগ্রেসের ফল যথেষ্ট খারাপ। তাই এরাজ্যে কংগ্রেসের উপর ভরসা না রাখাই ভালো। প্রসঙ্গত, ২০১৯ সালে ৪২ টি আসনের মধ্যে পশ্চিমবঙ্গে ২২ টি আসন জিতেছিল তৃণমূল কংগ্রেস। বিজেপি পেয়েছিল ১৮ টি আসন। 
  • Link to this news (আজকাল)