• ‌শাহজাহানকে তলব করল ইডি, ২৯ জানুয়ারি সকাল ১১টার মধ্যে দিতে হবে হাজিরা ...
    আজকাল | ২৪ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ এখনও খোঁজ নেই। বুধবার ফের সন্দেশখালির সড়বেড়িয়ায় যান ইডি আধিকারিকরা। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ির তালা ভেঙে তল্লাশি চালানো হয়। সূত্রের খবর, তল্লাশিতে এমন কিছুই মেলেনি। তল্লাশি অভিযান শেষে শাহজাহানের বাড়ির সামনে পোস্টার সেঁটে যায় ইডি। সেই নোটিশে বলা হয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে অর্থাৎ ২৯ জানুয়ারি সকাল ১১টার মধ্যে শেখ শাহজাহানকে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরা দিতে হবে। প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডে সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিল ইডি। কিন্তু সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় ইডি আধিকারিকদের। তারপর ২৪ জানুয়ারি পুরো প্রস্তুতি নিয়ে ফের শাহজাহানের বাড়িতে যায় ইডি। এরপর তালা ভেঙে শাহজাহানের বাড়িতে ঢোকে ইডি। ভাঙা হয় আলমারি। নানা জায়গায় তল্লাশি চালানো হয়। দুপুরে ইডি আধিকারিকরা শাহজাহানের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে বাড়ির দরজায় সেঁটে দেওয়া হয় নোটিশ। তাতে লেখা রয়েছে, রেশন মামলায় শাহজাহানের হাজিরা জরুরি। তাই ২৯ জানুয়ারি সকাল ১১টার মধ্যে শাহজাহানকে কলকাতায় ইডি দপ্তরে হাজিরা দিতে হবে। সঙ্গে নিয়ে যেতে হবে বেশ কিছু নথি। তার মধ্যে রয়েছে আধার কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, প্যান কার্ড এবং নিজের পাসপোর্ট আকারের ছবি। 
  • Link to this news (আজকাল)