• ফের ১০০ দিনের টাকা নিয়ে সরব মুখ্যমন্ত্রী
    আজকাল | ২৪ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বর্ধমানের নবাবহাটে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে ফের একবার কেন্দ্রীয় সরকারকে বিঁধলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কেন্দ্রীয় সরকারকে রাজনৈতিক ঠুঁটো জগন্নাথ বলে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যের একাধিক প্রকল্পের বরাদ্দ করা অর্থ দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। ১০০ দিনের কাজে ৭ হাজার কোটি টাকা এখনও মেলেনি।’ রাজ্য থেকে জিএসটির অর্থ কেটে নিলেও বিনিময়ে রাজ্যকে কিছুই দিচ্ছে না বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। এদিন তিনি বলেন, ‘গেরুয়া রং করলেই কেন্দ্র অর্থ দেবে। গেরুয়া রং করা হবে না।’পাশ করা বিভিন্ন চাকরিপ্রার্থী যারা রাস্তায় বসে আন্দোলন করছেন তাঁদের উদ্দেশে মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘রাজ্যে ৬০ থেকে ৭০ হাজার ছেলেমেয়ের শিক্ষকের চাকরি হত। কিন্তু মামলা করে চাকরি আটকে রেখেছে রাম-বাম। আদালতকে সম্মান করি। আমি আবেদন করেছি শূন্যপদ পূরণের ব্যবস্থা করুক আদালত।’এদিনের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ‘১ ফেব্রুয়ারি থেকে আরও ৯ লক্ষ বিধবাভাতা, ১৩ লক্ষ লক্ষীর ভান্ডার পাবেন। কন্যাশ্রীতে আরও ১০ লক্ষ নাম নথিভুক্ত করা হয়েছে।’
  • Link to this news (আজকাল)