• ‌‌দক্ষিণবঙ্গ সীমান্তে ২ কোটি টাকার সোনা বাজেয়াপ্ত, গ্রেপ্তার পাচারকারী ...
    আজকাল | ২৪ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ভারত–বাংলাদেশ সীমান্তে ২.১৯ কোটি টাকা বাজেয়াপ্ত করল বিএসএফ। ধৃত এক পাচারকারী। ৩২ নম্বর ব্যাটেলিয়নের সীমান্ত চৌকি বিজয়পুরের বিএসএফ জওয়ানরা নিদিষ্ট তথ্যের ভিত্তিতে নদিয়া জেলার আন্তর্জাতিক সীমান্তে অভিযান চালান। উদ্ধার হয় ১৯টি সোনার বিস্কুট। গ্রেপ্তার করা হয় পাচারকারীকে। জানা গেছে পাচারকারীরা বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের চেষ্টা করছিল। বাজেয়াপ্ত সোনার ওজন ৩.৫৬ কেজি। যার আনুমানিক বাজারদর প্রায় ২.‌১৯ কোটি টাকা। মঙ্গলবার এই অভিযান চালায় বিএসএফ। সাইকেলে একজন সন্দেহভাজন ব্যক্তিকে আসতে দেখে বিএসএফ আটকায়। তল্লাশি চালাতেই কোমরে বাঁধা একটি কাপড়ের বেল্ট থেকে ১৯টি সোনার বিস্কুট ও ১টি সোনার ইট উদ্ধার করা হয়। ধৃত পাচারকারীর নাম মিঠুন বিশ্বাস। এই ঘটনার এক দিন আগেও বিএসএফ বিপুল সোনা সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছিল। 
  • Link to this news (আজকাল)