• চিকিৎসা‌য় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত কান্দি মহকুমা হাসপাতাল...
    আজকাল | ২৪ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ চিকিৎসার গাফিলতিতে এক রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে বুধবার উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা হাসপাতাল। মৃত রোগীর নাম অলোক কুমার চন্দ্র (৬৩)। বাড়ি কান্দি পুরসভার ২নং ওয়ার্ডের কৃষ্ণবাগান এলাকায়। তিনি কান্দি শহরের স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাড়িতে অগ্নিদগ্ধ হন অলোক বাবু। মঙ্গলবার রাতেই তাঁকে কান্দি মহকুমা হাসপাতালের বার্নিং ইউনিটে ভর্তি করা হয়। কিন্তু রাতভর তাঁর কোনও চিকিৎসা হয়নি বলে পরিবারের অভিযোগ। বুধবার সকালে ওই ব্যক্তির মৃত্যু হলে কান্দি মহকুমা হাসপাতালে উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় কান্দি থানার পুলিশ। পাশাপাশি হাসপাতালে পৌঁছন কান্দি পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক। বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে দফায় দফায় চলে বিক্ষোভ। কান্দি পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক গোটা ঘটনার তদন্ত দাবি করেছেন। এদিকে মৃতের পরিবারের অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মৃতের পরিবারের দাবি মেনে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর ঘটনার তদন্তে একটি কমিটি গড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 
  • Link to this news (আজকাল)