• পাদানি ভেঙে বড়সড় বিপত্তি বন্দে ভারতে
    আজকাল | ২৪ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বুধবার সাতসকালে বড় বিপত্তির মুখে পড়ল বন্দে ভারত এক্সপ্রেস। রেল সূত্রে জানা গেছে, বর্ধমান রামপুরহাট লুপ লাইনের ভেদিয়া স্টেশনে ৭.৩৫ নাগাদ বন্দে ‌ভারত এক্সপ্রেস ঢোকে। কিন্তু দেখা যায়, ট্রেনের একাধিক কামরার পাদানি ভেঙে গিয়ে ঝুলছে। অগত্যা ৮.৩৭ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে ছিল আপ হাওড়া নিউজলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। কীভাবে পাদানি ভাঙল, তা নিয়ে প্রশ্ন উঠছে। রেলের আধিকারিকদের প্রাথমিক অনুমান, কোনও কারণে প্ল্যাটফর্মের সঙ্গে ধাক্কা লাগার জন্যই একাধিক কামরার সিঁড়ি ভেঙে যায়। রেল সূত্রে খবর, একাধিক কামরার পাদানি ভেঙে যাওয়ায় বর্ধমান–রামপুরহাট লুপ লাইনের ভেদিয়া স্টেশনে বুধবার সকাল ৭টা ৩৫ মিনিট থেকে ৮টা ৩৭ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে ছিল আপ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। প্রায় ঘণ্টাখানেক ধরে মেরামতির পর ট্রেনটি আবার গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। এদিকে, যাত্রীরা জানিয়েছে, তারা বিকট শব্দ শুনতে পেয়েছিলেন। তারপর কয়েক সেকেন্ড পর ভীষণ জোরে একটা ঝাঁকুনি দিয়ে সজোরে ব্রেক কষে দাঁড়িয়ে যায় বন্দে ভারত এক্সপ্রেস। গার্ড ট্রেন থেকে নেমে দেখেন, অনেকগুলো কামরার পাদানির নীচের অংশ ভেঙে ঝুলছে।
  • Link to this news (আজকাল)