• আজকাল-এর স্টলে বিশিষ্টজনেরা
    আজকাল | ২৪ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দেখতে দেখতে ৬ দিন কেটে গেল বইমেলার। এর মাঝে গিয়েছে উইকএন্ড, নেতাজি জয়ন্তীর ছুটি। স্বাভাবিক ভাবেই এই কদিনে ভাল ভিড় হয়েছে বইমেলায়। ভিড় হয়েছে আজকাল-এর স্টলেও। প্রতিবারই আজকাল-এর স্টলে মানুষের উপস্থিতি থাকে লক্ষ্য করার মতো। এবারেও ১১ টি বই প্রকাশিত হয়েছে আজকাল পাবলিকেশন থেকে। নতুন, পুরনো বই ঘেঁটে দেখতে সাধারণ মানুষের সঙ্গে ভিড় জমাচ্ছেন বিশিষ্টজনেরাও। আজকাল-এর স্টলে এসেছেন সাহিত্য, সিনেমা সহ নানা ধারার বহু বিশিষ্ট জনেরা। এসেছেন সঙ্গীতশিল্পী, রাজ্য সরকারের মন্ত্রী ইন্দ্রনীল সেন, সাহিত্যিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়, সঙ্গীতকার দেবজ্যোতি মিশ্র, কবি, সাহিত্যিক সুবোধ সরকার, সাহিত্যিক প্রচেত গুপ্ত, অভিনেতা ঋদ্ধি সেন, প্রাক্তন ফুটবলার ব্যারেটো, অধ্যাপক, গবেষক পবিত্র সরকার, অভিনেতা সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, রাহুল দেব বসু, দেবাদৃতা বসু, বন্ধনব্যাঙ্কের প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষ, কবি, গীতিকার চন্দ্রিল ভট্টাচার্য, লেখিকা রাজ্যশ্রী বসু অধিকারী, লেখক জয়দীপ চক্রবর্তী, প্রাবন্ধিক পীতম সেনগুপ্ত, কবি সমীর চট্টোপাধ্যায়, ললিতা চট্টোপাধ্যায়, চুমকি চট্টোপাধ্যায়, জয়তী রায় মুনিয়া, মৌমিতা, শিবাশিস মুখোপাধ্যায়, সব্যসাচী সরকার, জয়দীপ মুখোপাধ্যায়, প্রতিভা সরকার, ইশিতা অধিকারী সহ বিশিষ্ট জনেরা। প্রিয় সাহিত্যিকেদের ঘিরে ধরে সই-সেলফি আদায় করছেন পাঠকরা। কেউ কেউ আবার ভিড় এড়িয়ে আগে পছন্দের বই কিনছেন চুপিসাড়ে। কেউ বসছেন কিছুক্ষণ, দেখছেন বই নিয়ে পাঠকদের উন্মাদনা। আর যাওয়ার আগে বলে যাচ্ছেন, কিসের টানে তাঁরা ফিরে আসেন এই স্টলে....
  • Link to this news (আজকাল)