ফের দিল্লির আপত্তি, প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ব্রাত্য বাংলার ট্যাবলো
২৪ ঘন্টা | ২৪ জানুয়ারি ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের একবার দিল্লির সাধারণতন্ত্র দিবসের প্যারেডে নেই বাংলার ট্যাবলো। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের ট্যাবলো নিয়ে টানাপড়েন শুরু হয়েছিল অনেক আগেই। সেই রেশই বজায় থাকল। পরপর তিনবার বাতিল হয়ে গেল পশ্চিমবঙ্গের ট্যাবলো। ভারত পর্বেও থাকলো না। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রীকে মূল থিম করে নারী শিক্ষার ওপর ট্যাবলো করেছিল পশ্চিমবঙ্গ সরকার। এবারও সেই ট্যাবলো বাদ পড়েছে।
তবে শুধু বাংলা নয়, বাদ পড়েছে দিল্লি, পাঞ্জাব, কেরালার ট্যাবলোও। ২০২০ এবং ২০২২ সালেও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানেও রাজ্যের ট্যাবলো বাতিল করেছিল কেন্দ্র। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গকে ব্রাত্য করার পিছনে কেন্দ্রের ‘বৈষম্যমূলক’ মনোভাবকেই দায়ী করেছে রাজনৈতিক মহলের একাংশ। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে কন্যাশ্রীর ট্যাবলো করতে চায় বাংলা। তবে রাজধানীর কর্তব্য পথের কুজকাওয়াজে বাংলার ট্যাবলো দেখানোর আবেদন আগেই খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।