মাত্র কয়েকবছর আগে আপনার জানলার পাশেই নামত ব্রিটিশ বিমান! অবহেলায় ইতিহাস...
২৪ ঘন্টা | ২৪ জানুয়ারি ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্রিটিশ আমলে অশোকনগর ছিল রয়্যাল এয়ারপোর্ট স্টেশন বা ব্রিটিশ বিমানঘাঁটি। স্বাধীনতা-পরবর্তী সময়ে পরিত্যক্ত ইংরেজ আমলের এই এয়ারফিল্ড ড. বিধানচন্দ্র রায়ের পরিকল্পনায় হয়ে ওঠে উদ্বাস্তু কলোনি। এলাকাবাসীরা চাইছেন, দ্রুত সংস্কার করে হেরিটেজ তকমা দেওয়া হোক এই ঐতিহাসিক স্থানকে।
পূর্বে এই শহর 'হাবড়া আরবান কলোনি' নামে পরিচিত ছিল। পরবর্তীতে এর উত্তর-পূর্ব অংশের নামকরণ হয় 'কল্যাণগড়', দক্ষিণ-পশ্চিম অংশের নামকরণ হয় 'অশোকনগর'। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ব্রিটিশ সেনাবাহিনী অশোকনগর-কল্যাণগড় এলাকায় সামরিক ঘাঁটি তৈরি করেছিল। যুদ্ধবিমান ওঠা-নামার জন্য এখানে বানানো হয়েছিল রানওয়ে। অশোকনগরের গোলবাজার থেকে নিউ মার্কেট পর্যন্ত গেলে এখনও দেখা যায় সেই রানওয়ের অংশবিশেষ।স্বাধীনতা-পরবর্তী সময়ে ড. বিধানচন্দ্র রায়ের পরিকল্পনায় উদ্বাস্তুনগরী হিসেবে রূপ নেয় অশোকনগর। স্বাধীনতার ইতিহাসের নানা সাক্ষ্য বহন করলেও তা সংরক্ষণের যথেষ্ট অভাব রয়েছে বলে মনে করেন অশোকনগরবাসী। তবে, জানা গিয়েছে, অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর উদ্যোগে এই ঐতিহাসিক স্থানগুলিকে নিয়ে বিশেষ কিছু পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন দেখার স্বাধীনতার ইতিহাস বহন করা এই বিমান ঘাঁটির ধ্বংসাবশেষকে কীভাবে এবং কতটা সংরক্ষণ করা হয়।