TMC I.N.D.I.A Alliance: বঙ্গে ঘেঁটে-ঘ ‘ইন্ডিয়া’! নেপথ্যের আসল কারণ কী?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৫ জানুয়ারি ২০২৪
I.N.D.I.A Alliance In Bengal:
বাংলায় ভোট ব্যাংকের হিসেব-নিকেশ। আবার বিজেপির বিরোধী ইন্ডিয়া জোট গঠন। বঙ্গ রাজনীতিতে সব ঘেঁটে ঘ। এরাজ্যে আগামী লোকসভা নির্বাচনও যেন বাইনারি ভোটের অংকেই ফের এগোচ্ছে। রাজনৈতিক মহলের মতে, তৃণমূল কংগ্রেস যেমন এখানে ভোটের জোটে যেতে চাইবে না, তেমনই রাজ্য কংগ্রেস বা সিপিএম নিজেরা জোট করেই বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার প্রস্তুতি নিচ্ছে।