IND vs ENG: দেড় দিনে উড়িয়ে দেব ইংল্যান্ডকে! প্ৰথম টেস্টের আগেই হুঙ্কার এবার সিরাজের
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৫ জানুয়ারি ২০২৪
বৃহস্পতিবার ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট শুরু। তার আগে তুঙ্গে উঠল দুই শিবিরের স্নায়ুযুদ্ধের লড়াই। সৌজন্য বাজবল কৌশল। ইংল্যান্ডের এই কৌশলে কুপোকাত হতে নারাজ টিম ইন্ডিয়া চায় একই কায়দায় প্রতিপক্ষকে চাপে ফেলতে। সেটা এবার স্পষ্ট করে দিলেন ভারতীয় বোলিংয়ের তরুণ তুর্কি মহম্মদ সিরাজ। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে রবিবারই ভারতে পৌঁছে গিয়েছে ইংল্যান্ড। তার আগে সংযুক্ত আরব আমিরশাহিতে রীতিমতো ভারতের বিরুদ্ধে প্রস্তুতি সেরে এসেছে বেন স্ট্রোকসের ছেলেরা।