Calcutta to Berlin via Kabul: কলকাতা থেকে কাবুল হয়ে বার্লিন, কতটা কষ্টকর পথে ভারত ছেড়েছিলেন সুভাষ বসু?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৫ জানুয়ারি ২০২৪
Subhas Bose: মঙ্গলবার ছিল ২৩ জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী। যা দেশে ‘পরাক্রম দিবস’ (শৌর্য দিবস) হিসেবে পালিত হয়। ভারতের মহান স্বাধীনতা সংগ্রামীদের বাহিনীতে, সুভাষ বোস একটি বিশেষ স্থান দখল করে আছেন। তিনি এমন একজন ব্যক্তি, যিনি ভারতের স্বাধীনতার জন্য লড়াই করার লক্ষ্যে একটি সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছিলেন। ব্রিটিশ সাম্রাজ্যকে সামরিকভাবে পরাজিত করতে ব্রিটেনের শত্রুদের সাহায্য চেয়েছিলেন। সুভাষ বোসের নানা গুণাবলির অন্যতম হল, তাঁর সাহস, ভারতের স্বাধীনতার জন্য দীর্ঘ লড়াই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরে কলকাতায় গৃহবন্দি হওয়া। সেখান থেকে জার্মানিতে পালিয়ে যাওয়া- সুভাষচন্দ্রের জীবনের একটি বিশেষ অধ্যায়। কলকাতা থেকে গোমো হয়ে পেশোয়ারের পথে কাবুল, সেখান থেকে রাশিয়া। বোস কীভাবে বার্লিনে পৌঁছেন, সে এক বিরাট অধ্যায়। পথে তিনবার তিনি পরিচয় বদল করেছিলেন।